পাবনার ঈশ্বরদীতে এশিয়ান টিভির বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা রোডস্থ উপজেলা প্রেসক্লাবের হলরুমে টি এ পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী থানা প্রতিনিধি মোঃ বিপুল জোয়ারদার, সাপ্তাহিক সমস্বর পত্রিকার প্রধান সম্পাদক ও সময় বাংলা টুয়েন্টিফোর খোঁজখবর নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক মোঃ ইউসুফ আলী, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ রফিকুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মতিয়ার রহমান চান্নু প্রমুখ। এ সময় এশিয়ান টিভির বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য রাখেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, এশিয়ান টিভির ১১ বছরে গিয়ে ১২ বছরে পদার্পণ করেছে। এজন্য এশিয়ান টিভির সকল প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ভাই-বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরো বলেন, এশিয়ান টিভি একটি গণমানুষের টেলিভিশন গ্রাম গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ঈশ্বরদী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মোঃ তৌহিদ আখতার পান্না বক্তব্যে বলেন, এশিয়ান টিভি ১১ টি বছর পার করে ১২ বছরে পদার্পণ করেছেন বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিকবৃন্দ ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে এশিয়ান টিভির বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪