পাবনাতে যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৩৬০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ ) সার্কেল ঈশ্বরদী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানাধীন পশ্চিম ওয়াজপুর গ্রামের মোঃ আব্দুর রব বারীর ছেলে। মাদক ব্যবসায়ী আবু তাহের। গতকাল (১৪ জানুয়ারি) রবিবার সন্ধ্যা ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ ) সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেডি পার্টি গঠন করে পাবনা সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া বাজারস্থ আব্দুল হাই মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কাশিনাথপুর হতে পাবনা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো- ব- ১৪- ৫১১০ উত্তরণ নামীয় বাসের গতিরোধ করে বাসের মধ্যে যাত্রী বেসে বসা মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে মাদকসহ আটক করা হয়। তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১৩৬০ পিস উদ্ধার করে উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪