হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে রয়েছেন ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা।
এমন সময় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন পাবনা সোনালী ব্যাংকের ডিজিএম এটিএম মাহবুবুল আলম।
সোমবার(১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সোনালী ব্যাংক আটঘরিয়া শাখার সামনে কনকনে শীতে রাস্তায় ঘুরে ঘুরে অসহায় ও শীর্তাত মানুষের মাঝে ১৫০পিচ কম্বল বিতরণ করা হয়।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস পাবনার উদ্যোগে এসময় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এজিএম পাবনা শাখার মো: শফিকুল ইসলাম,
সোনালী ব্যাংক আটঘরিয়া শাখার ম্যানেজার (এসপিও) মো: সাইফুল্লাহ, প্রিন্সিপাল অফিসার আটঘরিয়া শাখার মো: আরিফুল ইসলাম, ক্যাশ ইনচার্জ আটঘরিয়া শাখার সোহেল রানা প্রমুখ।