শীতের সারাটা দিন
দোয়াআশা দোয়াআশা কুয়াসা ,
সূর্য দেখা নাইরে ।
সূর্য তোমায় খুজে বেড়াই
সারা বাংলায়,
সূর্য তুমি কুনসে আকাশের কুনে ,
তোমার দেখা নাপেয়ে
মনপাড়ায় আগুন জ্বালাই
মন তো তোমায় ছাড়া মানছে না যে ।
মান অভীমান ভুলে
সূর্য তুমি উঠ আমার সাঝসকালে।