রিয়াজুল ইমলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠিতে শনিবার থেকে শুরু হয়েছে কোরবানীর পশুর হাট। করোনা ইস্যুতে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থবিধির বিষয়টি বিবেচনা করে এবারের হাটটি শহরের গুরুধাম এলাকা থেকে সরিয়ে শহরতলীর বিকনা এলাকায় বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ষ্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। কভিট ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে এবার ক্রেতারা অনলাইনে এবং খামার থেকে কিনছেন পছন্দের গরু ও ছাগল। তাই নির্ধারিত পশুর হাটে এর প্রভাব পরেছে। হাটে আগত ক্রেতাদের জন্য হাত ধোয়ার পানি/সাবান, জীবানুনাশক স্প্রে, নিরাপত্তা বেষ্টনী, জাল টাকা শনাক্তকরন বুথ. পশু চিকিৎসার জন্য ভেটেরিনারী মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। খেলার মাঠের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য ষ্টেডিয়ামের মুল গেইট বন্ধ রাখা হয়েছে।
এতো আয়োজনের পরেও ঝালকাঠির এই হাটে প্রথম দিন থেকেই ক্রেতা শুন্য রয়েছে। আর তাই বিভিন্ন জেলা থেকে আসা গরু বিক্রেতারা (ব্যপারী) পরেছেন দুঃশ্চিন্ততায়। তবে হাটের ইজারাদার আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদের ২ দিন আগে এ হাটটি জমে উঠবে। কারন শহরে পশু পালনের জায়গা না থাকায় ক্রেতারা শেষ মুহুর্তে পশু কিনবেন। ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সলর রেজাউল করিম জাকির “দেশ” কে বলেন, হাটের নিরাপত্তার কথা ভেবে আমি নিজ খরচে ইতিমধ্যে ৬ টি সিসি ক্যামেরা বসিয়েছি। হাটে আসা যাওয়ার পথটি আলোকিত রাখার ব্যবস্থা করেছি যাতে সন্ধ্যার পরে ক্রেতারা হাটে আসতে পারেন। এছাড়াও এ হাটে কাক্সিখত বেচা-কেনা না হলে ইজারাদারদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি।