শ্রাবণ তোমার আগমনে আজি প্রকৃতি প্রাণে বিস্ময় ক্ষুধা!
আনন্দ পিপাসা মেটানো আশা!
তোমার অবারিত ধারায় তৃপ্ত আকুলতা, প্রেমের পরশে মাখা!
তপ্ত হৃদয় শীতলতা মাগে—
শ্রাবণ তোমার প্লাবন স্রোতে—
বঙ্গ প্রকৃতি নব সাজে– মাতে,
বিদ্যুত ঝলকে মম উথলি উঠিছে হিয়া—-! আজি নিদারুণ প্রবল সময়– শমন ভাঙিছে স্বপন—
নিষ্প্রাণ মন!সে হিয়া আজি তোমার আগমনী তরঙ্গ সুধা রসে— ভাসিছে হরষে–হরষে—!
শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি
শ্রাবণ – কবি শর্মিষ্ঠা পাত্র গুপ্ত
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুলাই, ২০২০