শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় রাতের আঁধারে এক’শ কলা গাছ কাটলো দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

নাটোরের সিংড়ায় এক’শ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোন একসময় উপজেলার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি।

এ ঘটনায় ভূক্তভোগী মো. সাহাদত হোসেন সাধু সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গাছের মালিক মো. সাহাদত হোসেন সাধু জানান, গত ১ বছর আগে পুকুর পাড়ে প্রায় ১০০টি কলা গাছ রোপন করি। মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখি গাছগুলো মাটিতে পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছেন তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে কারো বিরোধ নেই বলেও তিনি জানান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এ বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।