টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু রেকর্ড ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ সূত্রমতে, এই আসনে দুটি উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ১৫৪ টি ভোট কেন্দ্রে। নৌকা প্রতীক পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দী স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন, ৩১ হাজার ২৯২ ভোট। এতে ৮১ হাজার ৩৯২ বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আহসানুল ইসলাম টিটু। এবারের জয়ের মাধ্যমে আ.লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর জ্যেষ্ঠ পুত্র আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৪ লক্ষ ৪২ হাজার ৪২৬ ভোটার এবং ৮ জন প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টাঙ্গাইল ৬ আসনে বিপুল ভোটের ব্যবধান বিজয়ী এমপি টিটু
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪