বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনার পাঁচটি আসনে নৌকার বিজয়

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান রবিবার (০৭ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় পাবনা-১ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক টুকু নৌকা প্রতীকে ৯৪,৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ৭২,৩৮৭ ভোট। ফলে নৌকা বেসরকারি ভাবে ২০,৯৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির নৌকা প্রতীকে ১,৬৫,৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিকে পেয়েছেন ৪,৩৮২ ভোট। নৌকা বেসরকারি ভাবে ১,৬১,৪৬০ ভোটে বিজয়ী হয়েছে। পাবনা-৩ আসনে ১৭৬ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আলহাজ্ব মকবুল হোসেন নৌকা প্রতিকে ১,১৯,৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আব্দুল হামিদ পেয়েছেন ১,০০,১৩৯ ভোট পেয়ে ১৯,৩৩০ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে নৌকা। পাবনা-৪ আসনে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র গালিবুর রহমান শরীফ নৌকা প্রতিকে ১,৬৭,৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪,৬৬২ ভোট। নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ১,৫২,৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স মোট ১৬৩ ভোট কেন্দ্র থেকে ১,৫৭,২৬০ ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতিকের জাকির হোসেন পেয়েছেন ৩,৩১৬ ভোট। নৌকা প্রতিক ১,৫৩,৯৪৪ হাজার বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। এদিন জেলার ৫টি আসনের ৭০১ টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন প্রায় ১৮শ ৭৩ জন পুলিশ এবং সাড়ে ৮ হাজার আনসার সদস্য। কেন্দ্রের আশেপাশেই টহলরত অবস্থায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও টহলসহ ভ্রাম্যমান আদালত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।