শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দফা ককটেল ও গুলিবর্ষন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধে বিএনপির স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে তিন দফা ককটেল বিস্ফোরন, গুলি বর্ষন ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (৭ জানুয়ারি) রবিবার দুপুর সাড়ে ১২ টা ও সকাল সাড়ে ৭ টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকুলনগরের মাঝদিয়া মাদ্রাসা মাঠে ও শহরের স্কুলপাড়া মোড়ে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, দুপুরে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোকুলনগর এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৮/১০ জনের একটি দল মুখ বেঁধে ৬ টি ককটেল বিস্ফোরন , কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর আগে সকালে ভোট শুরু হওয়ার আগে মাঝদিয়া মাদ্রাসা ও শহরের স্কুলপাড়া মোড়ে ৪-৫ টি ককটেল বিস্ফোরন ও কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল থেকে জানান, নাশকতা সৃষ্টির জন্য একটি গ্রুপ পৃথক তিনটি স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এসব ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।