পাবনার চাটমোহর উপজেলায় ইছামুদ্দিন (৩০) নামের এক যুবক তাঁর মাকে খুন করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ইছামুদ্দিন পলাতক।
শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত দশটায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ছারেদা খাতুন (৬৫)। সে ওই গ্রামের সোবাহান মোল্লার স্ত্রী।
এলাকাবাসী ও নিহত ছারেদা খাতুনের বড় ছেলে সাজিদুল ইসলাম সঙ্গে কথা বলে জানা গেছে, ইছামুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক ঝগড়া চলছিল। ঝগড়ার একপর্যায়ে ইছামুদ্দিন স্ত্রী ডলি খাতুনকে হাত দাঁ দিয়ে কোপ দেয়। তখন তাঁর মা ও বাবা ঠেঁকাতে আসলে তাদেরকেও দাঁ দিয়ে কোপায়। দাঁয়ের কোপে মা ছারেদা খাতুন ঘটনার স্থলেই মারা যায়। গুরুত্বর আহত হয় বাবা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুন (২৫)। তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আসামী পলাতক। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।