সিলেটের ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ উপজেলা নিয়ে গঠিত সিলেট-০২ আসন। এই আসনের নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চায়ের কাপে চলছে তূমুল আলোচনার ঝড়। কে হবেন বিজয়ী ৭ তারিখে কে পড়বেন বিজয়ের মালা। তবে নৌকার প্রার্থী শফিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান দুজনের মধ্যে হতে পারে হাড্ডা হাড্ডি ভোটের লড়াই এমন আশ্বাস সাধারণ মানুষের। এই আসনে সাতজন প্রার্থী থাকলেও ডাব প্রতীকের জহির এবং আম প্রতীকের মানোয়ার হোসাইন এই দুজনকে মাঠে পাওয়া যায়নি, অন্যরা এতদিন চালিয়েছেন প্রচার-প্রচারণা। কিন্তু বাকি পাঁচজনের মধ্যে বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান ও সাবেক এমপি লাঙ্গল প্রতীকের ইয়াহইয়া রয়েছেন নির্বাচনী ঝুঁকিতে। ভোটারদের আশঙ্কা তারা নির্বাচনের কোন রেশ তৈরি করতে পারেননি। বিশেষ করে বর্তমান এমপি তার শাসন আমলে উপজেলায় জনসাধারণের সাথে সম্পৃক্ত হতে পারেননি।বিগত সময়ে সার্বক্ষণিক তার সাথে যে সকল কর্মীরা ছিলেন তারাও চলে গেছেন প্রকাশ্যে নৌকায়। নিজের ঘনিষ্ঠ কর্মীদের এমন দল ত্যাগে সাধারণ ভোটাররাও হয়েছেন হতবাক। যাদের নিয়ে তিনি দল করেছিলেন কেউই এখন আর তার পাশে নেই। তৃণমূলের ধারণা ভুল মানুষদের সময় দিয়ে এখন নির্বাচনে তার খেসারত দিবেন বর্তমান এই এমপি। এদিকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে আবারো অংশগ্রহণ করা সাবেক এমপি ইয়াহইয়া নির্বাচনী প্রচারণা চালালেও এলাকায় জাতীয় পার্টিতে রয়েছে বিভক্তি। ফলে জাতীয় পার্টি থেকে তেমন সুবিধা করতে পারছে না তিনি। বিগত নির্বাচনে হারিয়েছিলেন জনপ্রিয়তা, একাদশ সংসদ নির্বাচনে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় তার জামানতও বাজেয়াপ্ত করেছিল নির্বাচন কমিশন। এদিকে মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন নৌকার তুলবেন বলে সাধারণ ভোটাররা ধারণা করছেন।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ওসমানী নগর-বিশ্বনাথে নির্বাচনী ঝুঁকিতে গণফোরামে’র মোকাব্বির ও জাপা’র ইয়াহইয়া
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪