পাবনার সাঁথিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বই বিতরণের মধ্যে দিয়ে ওই উৎসব পালিত হয়।
পাবনা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার সকালে শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব-২০২৪ খ্রীঃ অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলফুনা ইয়াসমিন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া সহকারি শিক্ষা অফিসার মোঃ সুলতান আহমেদ। সাঁথিয়া যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম সরোয়ার ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ ফরিদ হোসেন শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিপন হোসেন মডেল কেয়ারটিকার মোঃ রেজাউল করিমসহ আরো অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীগনের উপস্হিতে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলফুনা ইয়াসমিন ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফরিদ হোসেন প্রমুখ।