মোঃ কামাল হোসেন যশোর থেকে:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি আজ যশোর আসছেন। তিনি বেলা ১১ টায় যশোর সার্কিট হাউজ সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা বিভাগের যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা,খুলনা ও বাগেরহাট জেলার সাংবাদিকদের মাঝে করোনা সহায়তা চেক বিতরণ করবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহামুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মন্ত্রীর সফর সঙ্গী থাকবেন সহকারি একান্ত সচিব মুহম্মদ মকবুল হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. এমরুল করিম ও কায়ছারুল আলম । মধ্যাহ্ন বিরতি শেষে তথ্যমন্ত্রী কেশবপুরের সাগরদাঁড়িতে মধুকবির স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করে রাতে যশোর ত্যাগ করবেন।