সারা দেশের ন্যায় পহেলা জানুয়ারি চাটমোহর উপজেলায় বই উৎসব পালিত হয়েছে। চাটমোহর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় প্রাথমিকের সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও কেজি স্কুল মিলে ২০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ হাজার শিক্ষার্থীদের এবং সরকারি, বেসরকারি ও স্বতন্ত্র মিলে ৯৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্য পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে রবিবার সকালে উপজেলার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন। এ সময় উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক বৃন্দ ও সাংবাদিক এ উৎসবে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে ৫০ হাজার শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্য পুস্তকবই
প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জানুয়ারি, ২০২৪