উল্লাপাড়া প্রেসক্লাবের সদস্য পদ থেকে বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয় কে বহিষ্কার করা হয়েছে। শনিবার বেলা ৪ টার দিকে উল্লাপাড়া প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা অডিটোরিয়ামে সিনিয়র সাংবাদিক সাহারুল হক সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। জয়নাল আবেদীন জয়ের বিরুদ্ধে আলোচনা সভায় চাঁদাবাজি, অপ-সাংবাদিকতা, স্থানীয় সাংবাদিকদের মাঝে বিরোধ সৃষ্টিসহ আরো বিভিন্ন অভিযোগে এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে। এসময় উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়েছে। এ কমিটির সভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক এর এ.আর জাহাঙ্গীর। আলোচনা সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্য ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি কল্যাণ ভৌমিক, করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলাম, ভোটের ডাকের হাফিজুর ইসলাম বাবলু, কালের কণ্ঠের আতাউর রহমান রাজু,আলম-মাহমুদ, কামরুল ইসলাম, শিমুল।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩