নতুন বছর প্রকৃতির মাঝে
তাই তো সেজেছে রঙিন বেশে,
বছর শেষে নবীণ আনন্দে
নতুন বছর এলো হেসে।
সবার মাঝে আবার হবে
প্রীতির মিলন হায়,
উঠুক ভরে মোদের জীবন
নবীণ ভালোবাসায়।
বাঁধবে বাসা নতুন করে
বাবুই আর চড়ুই,
নতুনভাবে গড়বে জীবন
নবীণ গান গেয়েই।
সবার মাঝে নতুনত্বের ছোঁয়া
ছড়িয়ে থাকুক প্রতিক্ষণ,
নতুন সকাল নতুন দিন
শুরু হোক শুভক্ষণ।