শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোর-১ আসনে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১ শার্শা আসনে নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন পর পর তিন তিনবার নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া “নৌকা” প্রতীক নিয়ে তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধি প্রার্থীর তুলনায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন “নৌকা” মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দিন। ১১টি ইউনিয়ন ঘিরে শার্শা উপজেলার এ আসনটি এখন পর্যন্ত আ.লীগের দখলে রয়েছে। এলাকাবাসী আশা করছেন “নৌকা” বিজয়ী হয়ে চতূর্থ বারের মত সাংসদ হবেন শেখ আফিল উদ্দিন। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রচারনার নির্দেশনা পেয়ে “নৌকা”র প্রার্থী শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে সকাল সন্ধ্যা গণসংযোগ,পথাসভা এবং উঠান বৈঠকের মত সকল ধরনের নির্বাচনী সমাবেশ করছেন তিনি। প্রতিটি জনসমাবেশে প্রচুর জনসমাগম ঘটে চলেছে।
 
প্রতিদিনকার ন্যায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শেখ আফিল উদ্দিনের দিনব্যাপি নির্বাচনী গণসংযোগের মধ্যে সকাল সাড়ে ১০টায় প্রথম গণসংযোগ করেন ৫নং পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দৌলতপুর বটতলায়। সেখানে সভাপতিত্ব করেন-সেলিম উদ্দিন(ওয়ার্ড আ.লীগ সভাপতি),সাধারণ সম্পাদক-বজলুর রহমান।
 
বেলা সাড়ে ১২টার দিকে অত্র উপজেলায় এসময়ের  সেরা নির্বাচনী দ্বিতীয় গণসমাবেশ ঘটে
৫ নং পুটখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটখালী মাধ্যমিক বিদ্যালয়  প্রাঙ্গণে। শত শত নারী-পুরুষের গণসমাগম ঘটে ঐ নির্বাচনী জনসভায়। যুবলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন(সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিনের ভাই) বিশাল ঐ সমাবেশের আয়োজন করে।
 
তৃতীয় গণসংযোগ অনুষ্ঠিত হয় বেলা ১টায় ৩নং ওয়ার্ডের খলসী গ্রামে। সভাপতিত্ব করেন-জাহাঙ্গীর সরদার। এ ছাড়াও আ.লীগ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
 
৪র্থ গণসংযোগ অনুষ্ঠিত হয় ৬ নং ওয়ার্ডের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সভাপতিত্ব করেন-মোঃ শাহাবুদ্দিন(ওয়ার্ড আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি)। সাধারণ সম্পাদক-আব্দুর রশিদ সহ আ.লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
 
 
দিনব্যাপি নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় বক্তৃতা দিতে গিয়ে শেখ আফিল উদ্দিন বলেছেন-“আল্লাহপাক” সবকিছুই দিয়েছেন,শেষ জীবণে আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই”।এইভাবে তিনি প্রতিটি নির্বাচনী পথসভায় আঁকুতি জানিয়েছেন শেখ আফিল উদ্দিন। জীবণের ২৩ টি বছর আপনাদের বিপদে-আপদে পাশে থেকেছি,রাজনীতি করতে এসে বিএনপি-জামাতের বহু ঘাত-প্রতিঘাতের স্বীকার হয়েছি,কাউকে বিপদে ফেলে নিজ অবস্থান থেকে সরে যায়নি,গণসংযোগে অংশ নিয়ে “নৌকা” মার্কার শুভেচ্ছা জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী শেখ আফিল উদ্দিন আরও বলেন, ” ইতোপূর্বে নৌকার কথা বলে অনেকে আ.লীগ সরকারের সুযোগ নিয়েছেন অথচ জাতীয় নির্বাচনের এই সময়ে তাদেরকে “নৌকা”র সভাসমাবেশে উপস্থিত থাকতে দেখা যায় না। নৌকার সমাবেশে না এসে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভাসমাবেশে উপস্থিত থেকে “নৌকা”র বিপক্ষে কাজ করছেন,এটি আ.লীগের প্রতি,মাননীয় শেখ হাসিনা’র বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল,দলের প্রতি এই বিশ্বাস ঘাতকতার জবাব আপনারা আগামী ০৭ জানুয়ারী/২০২৪ ইং তারিখ ভোটের দিন দেবেন, “নৌকা” আমার মার্কা নয়,এটি বঙ্গবন্ধু’র মার্কা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা,জিতলে শেখ হাসিনা জিতবে হারলে শেখ হাসিনা হারবে। আমি শুধুমাত্র নৌকার মাঝি হিসেবে দায়িত্ব হাতে পেয়েছি। নৌকা জয়লাভ করলে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া রুপক্ল্প বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে যাবে। অতএব,সকল প্রতিশোধ ভোটের মাধ্যমে নিতে হবে,নৌকা মার্কাকে জয়যুক্ত করে শেখ হাসিনার উন্নয়নের গতিধারা অব্যহত রাখতে আগামী ০৭ জানুয়ারী সকলকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান। দীর্ঘ ২৩টি বছর আপনাদের বিপদে-আপদে পাশে থেকেছি,২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি-জামাতের অনেক নির্যাতণ-নিপীড়ন সয্য করে আ. লীগের নেতা-কর্মীদেরকে আগলে রেখে অনেক কর্মীকে কাজ দিয়ে সেফ পজিশনে রেখেছি,অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দলকে শক্তিশালী পর্যায়ে রেখেছি। ক্ষমতায় থাকা অবস্থায় কোনদিন কারও বিরুদ্ধে কোন প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করি নাই। জীবণে চাওয়া-পাওয়ার কিছু নাই, মৃত্যু’র আগ পর্যন্ত আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই”।
 
সকল গণসংযোগে অংশ নেন-শার্শা উপজেলা আ.লীগ সভাপতি-সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা পরিষদ সদস্য-সালেহ আহম্মেদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক-অধ্যক্ষ ইব্রাহীম খলিল,শামিমা আলম সালমা(সাধারণ সম্পাদক,যশোর জেলা যুব মহিলালীগ),ইউপি চেয়ারম্যান-কবির উদ্দিন আহম্মেদ তোতা(শার্শা),তবিবর রহমান(গোগা),শার্শা উপজেলা যুবলীগ সভাপতি-অহিদুজ্জামান অহিদ(মরহুম নুরুজ্জামান ভাই এর ছোট ভাই),সাধারণ সম্পাদক-সোহরাব হোসেন(সাবেক ইউপি চেয়ারম্যান),বেনাপোল পৌর যুবলীগ নেতা ও কেবি গ্রুপের চেয়ারম্যান-কামরুজ্জামান বাবলু,বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান(শার্শা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মরহুম নুরুজ্জামান ভাই এর ছোট ভাই), এমপি’র পিএ-আসাদুজ্জামান আসাদ ভাই,শার্শা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি-আব্দুর রহিম সরদার,সাংগঠনিক সম্পাদক-আল আমিন রুবেল সহ আ.লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।