পাবনা চাটমোহরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের মো. নাইম হোসেনের স্ত্রী স্বপ্না খাতুন (২৪ ) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ধানের গুড়া বিক্রি করাকে কেন্দ্র করে এ দিন দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিকেলে স্বামী নাইম তার চায়ের দোকানে চলে গেলে স্বপ্না সবার অগচরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোজাখুজি করে না পেয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ৫ বছর আগে নাইমের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। তাদের ২ বছর বয়সী একটি সন্তন রয়েছে।
চাটমোহর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।