পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঘা-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে সুপার সনি এক্সপ্রেস নামের বাস ও মোটরসাইকেলটি পুড়ে যায়। ওই এলাকার স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায় এই যাত্রীবাহী বাসে। কিন্তু মোটরসাইকেল চালকের কোনো খোঁজ নেই। ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যারহাউসের ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা সোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং আমরা এসে কাউকে আহত অবস্থায়ও পাইনি বলে জানান তিনি।
মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় বাসে আগুন
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩