সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার ২৫ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে চর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হলে পথসভা জনসভায় পরিনত হয়। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রমূখ। গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ফজলুল রহমান তালুকদার চুন্নু, ছাত্রলীগের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মোল্লা,খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হেলালউদ্দিন বিএসসি,সেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার মুরব্বিরা।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চৌহালীতে নৌকার প্রার্থীর গণসংযোগ ও পথসভা
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩