এম ইদ্রিস আলী সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার এক নম্বর ধানদিয়া ইউনিয়ন পরিষদের মানিকহার টু বাটরা রায়পুর অভিমুখে রাস্তাটির বেহাল অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী সহ সকল পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।ইউনিয়ন পরিষদ বা সরকারি কোন পৃষ্টাপোষকতা না থাকায় ঐ এলাকার মানুষের দুর্ভোগ যেন নিয়মে পরিনিত হয়েছে।
সেনেরগাতীঁ বাজার হতে মানিকহার হয়ে রায়পুর ও কলারোয়ায় যাতায়াতের একমাত্র নিকটতম রাস্তা হওয়ায় সাধারণ পথচারী সহ সকলে চরম দূর্ভোগ পোয়াচ্ছে। এলাকাবাসী সহ একাধিক ব্যাক্তির সাথে আলাপ কালে জানা জায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলা ও কলারোয়া উপজেলায় যাতায়াতের সবচেয়ে নিকটতম রাস্তা এটি, এই রাস্তাটি যদি দ্রুত পিচের আওতায় আনা যায় তাহলে কয়েক লক্ষ মানুষের যাতায়াতের দুংখ দূরদর্শা লাঘভ হবে আর সচল হবে ঐ এলাকার ব্যাবসা বানিজ্য সহ সকল অর্থনিতি চাকা।
তাই ইউনিয়ন পরিষদ ও স্হানীয় সরকার এর অধিনে অতি দ্রত রাস্তাটি যেন পিচের আওতায় আসে তার জোর দাবি জানিয়েছেন এলাবাসি সহ সকল পথচারিগন।এদিকে রাস্তাটি চলাচলের একেবারে অনুপুযুগি হয়ে পড়ায় এলাকাবাসি সহ স্থানীয়
অসহায় মানব কল্যাণ ফান্ডের সদস্যদের উদ্যোগে রাস্তাটি চলাচল উপযোগি করার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
অসহায় মানব কল্যাণ ফান্ডের পরিচালক মাওঃ মুহাম্মদ আবুল কালাম আযাদ,
মোঃ ওলিউল্লাহ হোসেন (বাপ্পী),
মোঃ মহব্বত হোসেন,
মোঃ রনি,
মোঃ জাকির হোসেন,
ইসমাইল, বিপল, তুহিন, আসলাম,রুহুল আমিন, রিয়াদ সহ আরও অনেকে কাজ করে যাচ্ছেন। সংঘটনের সদস্য গন
সকলের দোয়া ও সহযোগীতা কামনা চেয়ে সংশ্লিষ্ট সরকার মহোদয়ের নিকট অত্র রাস্তাটি পূনঃনিমানের জন্য জোর দাবি জানিয়েছেন।