দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, রোববার সকালে পাবনার সুজানগরে উপজেলা পরিষদের হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যদেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যদেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম প্রমুখ।
মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সুজানগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩