শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চলনবিলে এ বছর ৭৫ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

এ বছর মধু উৎপাদনের এক সম্ভবনাময় ফলাফল আশা করছে চলনবিলের মৌচাষিরা। সবকিছু ঠিকঠাক ও আবহাওয়া অনুকূলে থাকলে মধু উৎপাদনে চরম সফলতা আশা করছেন তারা। পাবনা,নাটোর ও সিরাজগঞ্জের বৃহৎ এলাকা নিয়ে গঠিত চলনবিল। চলনবিলের মাঠ এখন মাঘি সরষে ফুলের সমারহ।যেদিকে চোখ যায় হলদে স্নিগ্ধতায় নজর কারা সৌন্দর্যের সু-বিশাল আস্তরন।

প্রকৃতির এই সৌন্দর্যে ঘেরা সরষে ফুল থেকে মধু সংগ্রহে ব্যাস্ত সময় পার করছে খামারি মৌচাষিরা। ইতিমধ্যে শুরু হয়েগেছে মধু সংগ্রহের কাজ।মৌচাষিরা আশা করছেন চলতি মৌসুমে প্রায় পাঁচ লক্ষ মেট্রিকটন মধু সংগ্রহ করতে পারবে তারা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। জমি থেকে বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে এলাকার চাষিরা উৎপাদনকৃত ফসল হিসেবে মাঘি সরিষার বিজ ছিটিয়ে দেন। মাঘমাসে সরিষা তুলে আবার বরো ধানের জন্য জমি প্রস্তুত করেন তারা। প্রতিবছর অগ্রাহায়ন মাসের শেষ দিকে সরিষা ফুল ফুটতে থাকে।

পৌষ-মাঘ মাসে চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুরা,বড়াইগ্রাম,তারাশ,সিংরা,রায়গঞ্জ এবং উল্লাপাড়া সহ আশপাশের এলাকা ছেয়ে যায় হলুদ সরষে ফুলে।মৌসুমের শুরু তেই পাবনা নাটোর সিরাজগঞ্জের খামারি মৌচাষিদের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট, দিনাজপুর, রংপুর সহ বিভিন্ন মৌচাষিরা মধু সংগ্রহে এখানে আসে। এসময়ে মধু সংগ্রহে মৌবাক্সগুলো সরিষা ক্ষেতের আশেপাশে স্থাপন করে।

চাটমোহর নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর মাঠে মৌ বাক্স স্থাপন করেছে সাতক্ষীরার কালিগন্জ উপজেলার শ্রীধলা ইউনিয়নের শাহিনুর রহমান।তার সাথে কথা বলে জানতে পারা যায় প্রায় ৬০টির মত মৌবক্স স্থাপন করেছেন তিনি।ইতিমধ্যেই ৫৩ কেজি মধু সংগ্রহ করে ফেলেছেন তিনি। যতদিন মধু থাকবে ততদিন তিনি এখানেই অবস্থান করবেন।

বর্তমান মধুর বাজার দর কেজি প্রতি পাইকারি ২০০ এবং খুচরা ৪০০ টাকা যা গত বছর মণ প্রতি সারে চার থেকে পাঁচ হাজার টাকা ছিল। তিনি আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবারে তার মত মৌ খামারি সকল মৌচাষিরাই ভাল একটি ফলনের আশা করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।