পাবনার চাটমোহর সাবরেজিস্ট্রার অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চাটমোহর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাবরেজিস্ট্রার মুদাচ্ছির হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, বেড়া উপজেলার সাব-রেজিস্ট্রার ইসরাত জাহান। কর্মশালায় সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক সম্যক ধারনা দেন প্রশিক্ষকবৃন্দ। এসময় চাটমোহর উপজেলার সকল দলিল লেখক উপস্থিত ছিলেন।
শনিবার , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই শাবান, ১৪৪৭ হিজরি
চাটমোহরে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩