নিজ এলাকা দিয়েই আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু করলেন পাবনা সদর আসনের নৌকার কান্ডারি গোলাম ফারুক প্রিন্স। গতকাল সোমবার প্রতীক বরাদ্দ পাবার মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। সকল প্রার্থীই প্রস্তুত প্রচারণার মধ্য দিয়ে ভোট যুদ্ধে নিজেকে বিজয়ী করতে। ইতিমধ্যেই ছাপা ও টাঙানো হয়েছে পোস্টার। পাবনা সদর আসনেও একই চিত্র। এ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নিজ এলাকা দিয়েই শুরু করেছেন ভোট চাওয়া। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনা পৌর এলাকার ১নং ওয়ার্ড গোবিন্দা ও পৈলানপুরসহ আশেপাশের কয়েকটি মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে জনসংযোগ করেন তিনি। এসময় পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটার সমর্থকরা। একইসাথে ভোট দেবার মধ্য দিয়ে ভোট যুদ্ধে প্রিন্স এমপির পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা।
মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু করলেন এমপি প্রিন্স
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩