স্টাফ রিপোর্টারঃ
পাবনার চলনবিলের বানভাসিদের পাশে আশার তরী। আজ ২৮ জুলাই মঙ্গলবার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের নলডাঙ্গা ও চরএনায়েতপুর গ্রামের কয়েকশত বানভাসি মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেন, মুক্তিযুদ্ধকালীন এমপিএ অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন কর্তৃ ক পরিচালিত চলনবিলের বন্যা দুর্গতদের সেবায় মেডিক্যাল স্ট্রাইকিং টিম এর নৌকা আশার তরী। দুজন ডাক্তার ও তিনজন সেবিকা নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও চলনবিলের বানভাসিদের নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন সমাজী ফাউন্ডেশন দেওয়া হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ। আজ সারাদির বানভাসিদের নিজ হাতে ঔষধ তুলেদেন, বিলবন্ধু মমিন মজিবুল হক সমাজী টুটুল- প্রকল্প পরিচালক এলজিইডি ঢাকা ও প্রতিষ্ঠাতা পরিচালক- মুক্তিযুদ্ধকালীন এমপিএ অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন।
এ সময় উপস্তিত ছিলেন, সাপ্তাহিক চলনবিলের আলো, চলনবিলের আলো ডটকম সম্পাদক ও হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রনি, ভাঙ্গুড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক ময়নুল হক, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, হান্ডিয়াল প্রেসক্লাব সদস্য মামুন হোসেন। আজ ঔষধ অনুদান দিলেন হান্ডিয়াল এলাকার কৃতি প্রকৌশলী ওবায়দুল কাদের। বন্যা দুর্গতদের সেবায় মেডিক্যাল স্ট্রাইকিং টিম এর নৌকা আশার তরী সঞ্চলনা করেন, অধ্যক্ষ আবু শাহিন- সম্পাদক মুক্তিযুদ্ধকালীন এমপিএ অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন হান্ডিয়াল শাখা। সার্বিক সহযোগিতায়: সেবা স্বাস্থ্য কেন্দ্র, মেলবোর্ন, অষ্ট্রেলিয়া।