রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৭১ আর্ট গ্যালারি এ যেন মুক্তিযুদ্ধের এক টুকরো যাদুঘর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও চেতনার এক অনন্য নিদর্শন হয়ে পাবনার চাটমোহর পল্লী বিদ্যুত অফিসের উত্তর পাশে মাত্র ৩০/২০ ফুট জায়গার উপর   ৭১ এর বিভীষিকাময় খন্ডচিত্রকে বুকে ধারন করে স্ব গৌরবে দাঁড়িয়ে আছে ৭১ আর্ট গ্যালারি। ১৯৯০ সালে ১ডিসেম্বর ৭১টি মুক্তি যুদ্ধের বিষাদে ভরা চিত্র নিয়ে ৭১টি মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ৭১আট গ্যালারির ভিত্তি স্থাপন করেন প্রতিষ্ঠাতা আব্দুল মোমিন । বর্তমানে ৬০ উর্দ্ধ আব্দুল মোমিন জীবিকার সন্ধানে ১২ বছর বয়স থেকে চিত্রশিল্প, হস্তাক্ষরের কাজ শুরু করেন। দেশপ্রেম ও মুক্তি যুদ্ধের চেতনায় উদ্বেলিত হয়ে ১৯৭১ এর বিভিষিকাময় বর্বরতার ইতিহাস হতে বিভিন্ন  মাধ্যম (পত্র-পত্রিকা) সহ নানা যোগে সেই সময়ের পৈশাচিক কর্মকাণ্ডের ছবি সংগ্রহ করেন। বর্তমানে তার কাছে সংগৃহীত চিত্রের সংখ্যা প্রায় দুইশরো বেশী। এর মধ্যে  শতাধিক চিত্র তার গ্যালারির দেওয়ালে টাঙানো আছে। জায়গা সংকটের কারনে বাকি গুলো পরে আছে। ৭১ আর্ট গ্যালারির একমাত্র স্বত্তাধীকারি আব্দুল মোমিন জানান তিনি পেশায়  একজন চারুশিল্পি। জীবনের শুরু থেক এখন পর্যন্ত তার ধ্যান ধারনার সবকিছু দিয়ে এই গ্যালারি প্রতিষ্ঠা করেছেন। একমাত্র উদ্দেশ্য প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তি যুদ্ধের এই চেতনাকে বাঁচিয়ে রাখা। প্রতি বছরই বিজয়ের মাসে বিজয় দিবসের উচ্ছ্বাস কে আরো মুখরিত করতে নতুন প্রজন্মেদের মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। নিজস্ব অর্থায়নে অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী কার্যক্রম করে থাকেন। এখন পর্যন্ত ৭১আর্ট গ্যালারি সরকারি বেসরকারি বা রাজনৈতিক কোন ধরনের কোন রকম পৃষ্ঠপোষকতা পায় নি। পরবর্তি প্রজন্মকে মুক্তিযুদ্ধের গুরুত্ব সম্পর্কে জানাতে মুক্তিযুদ্ধের ইতিহাস  ঐতিহ্য তুলে ধরতে ও৭১এর মহান মুক্তিযুদ্ধ জাতীর হৃদয়ে ধারন করতে ৭১ আর্ট গ্যালারি পুর্নাঙ্গ রুপ দিতে সরকারি বেসরকারি বা রাজনৈতিক সকল ধরনের পৃষ্ঠপোষকতা আহবান করেন প্রতিষ্ঠানটির একমাত্র কর্নাধর আব্দুল মোমিন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।