পাবনার আটঘরিয়া উপজেলার রোকনপুর দাখিল মাদ্রাসা শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন বন্ধ থাকায় সেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়নি।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ০৭ ডিসেম্বর তারিখের ৫৭.২৫.০০০০.০০১.০৫.০০২.২৫-৯৯৪ নং স্মারকে ১৪ ডিসেম্বরে দেশের সকল মাদ্রাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও তিনটি ছবি শেখ রাসেল দেয়ালিকায় প্রকাশ করে তা ই মেইলে পাঠাতে বলা হয়েছে।
অথচ উক্ত মাদ্রাসাটি সরকারি নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেননি।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মোঃ জামাল উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দিবসটি উদযাপন করেননি বলে তিনি জানান ।
দিবসটি উদযাপন না করার কারণ জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি ।