১৪ ডিসেম্বর ২০২৩ শহীদ বৃদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা, আব্দুল্লাহ আল আজিজ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ।
উক্ত দিবসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।