মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ,দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার বেড়া উপজেলার মাসুন্দিয়ায় আশা অফিস চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক শহিদ। কাশিনাথপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্যদেন ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমান, ইব্রাহিম হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,হেলথ সেন্টারের ইনচার্জ ডাঃ মোঃ মেহেদি হাসান। স্বাস্থ্য সহকারী নিলা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক শিশু, নারী ও পুরুষ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং দুই শতাধিক নারী পুরুষের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এছাড়াও স্বাস্থ্য সেবা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ঋণ দান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করেন।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বেড়ার মাসুন্দিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩