উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ – এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহ. শামসুল হক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, ধানঘরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র রায়গঞ্জ অঞ্চলের সমন্বয়ক আছাবুর রহমান, নওগাঁ জিন্দানী শরিফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ফিরোজ উদ্দিন খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা পর্যায়ের সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শনিবার , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই শাবান, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩