বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
“জাতিসংঘ দুর্নীতিবিরাধী সনদের দ্বি-দশক : দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য” এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) নাটোরের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ পালিত হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০:৩০টায় নাটোর পুরাতন প্রেসক্লাবের বিপরীত দিকে জনতা ব্যাংকের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্ত্বে এবং সহ-সভাপতি শিবলি সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সনাক সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সনাক নাটোরের সভাপতি, রেজাউল করিম রেজা বলেন, দুর্নীতি প্রতিরোধে দেশের সাধারণ নাগরিকদর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেই ভূমিকা সাধারণ নাগরিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার মধ্য দিয়ে পালন করে থাকেন।
তিনি আরও বলেন, আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে তা দিয়ে দেশের একবছরের বাজেট করা সম্ভব ছিলো। এসকল পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে সনাক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, আমরা দুর্নীতি প্রতিরোধে সরকারি ওয়েব সাইড সমূহ আপডেট করতে ভূমিকা পালন করছি। সনাক, নাটোর-নারদ নদের অবৈধ দখল উচ্ছেদ বিভিন্ন সময় আন্দোলন করছে এবং এবিষয়ে একাধিক ব্যবস্থাও গ্রহণ করা হয়ছে। এরকম বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে আমরা নাটোরের দুর্নীতি বিরোধী আন্দোলন পরিচালনা করে যাচ্ছি।
তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হব বলে আশা করি।
মানববন্ধনে সনাক সহ-সভাপতি মো: শিবলী সাদিক, সাইফুল হুদা (বজু) সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।