দাম্পত্য কলহের জের ধরে পাবনা চাটমোহর উপজেলার হরিপুরে নিজ সংসারে আগুন লাগিয়ে দিল স্ত্রী।গত (৫ ডিসেম্বর) মঙ্গলবার চাটমোহর হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ইয়াছিন আলীর(৩৫) বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় স্ত্রী শিল্পী
খাতুনের (২৫) সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিলো তাদের। এই জের ধরে গত মঙ্গলবার স্ত্রী শিল্পী খাতুন ঘরের দামি জিনিসপত্রগুলো বের করে নেওয়ার পরে নিজ হাতে আগুন ধরিয়ে দেয়। থাকার ঘরের পাটখড়ির বেড়া থেকে আগুনের সুত্রপাত হয়।পরে আস্তে আস্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পরলে প্রতিবেশিদের নজরে আসে। সঙ্গে সঙ্গে উপস্থিত এলাকাবাসিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়িটির ভিটা-মাটি বাদ দিয়ে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরে সেখানে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ অনেকেই পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্বামির ঘর বাড়িতে নিজ হাতে আগুন দিল স্ত্রী
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩