আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল¶ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিকে বিজয়ী করার লক্ষ্যে ও স্মার্ট পাবনা বিনির্মাণে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. হারিক হোসেন, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম, জেলা মহিলা শ্রমিক লীগের নেত্রী তুরানী বেগম।
এসময় রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হাসান পাভেল, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সরকার, মো. শেখ রনি, সদস্য আমিনুর রহমান খান মানিক, মো. এনামুল হক; আ. খালেক মুন্সি, আ. মতিন, মেহেদি হাসান পুটিং, নয়ন হোসেনসহ জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্মার্ট পাবনা বিনির্মাণ ও নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শ্রমিক লীগের প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩