আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগন ভোটকেন্দ্রে গিয়ে যাতে নির্ভয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই জন্য ভোটারদের উৎসাহিত করতে মাঠে চোষে বেড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মানিকগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদ। ঘিওর -দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ ১ আসন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই জনপ্রিয়তা যাচাইয়ের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নেন এস এম জাহিদ।মানিকগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদ আজকের সংবাদকে জানান, নেত্রী আমাকে নৌকা প্রতিক দেননি – কিন্তু জনপ্রিয়তা যাচাইয়ের জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। যার জনপ্রিয়তা আছে, সেই নির্বাচিত হয়ে আসবে। এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না বা দল থেকে বহিষ্কার ও করা হবে না,জনপ্রিয়তা দেখে যে কেউ নির্বাচন করতে পারবেন।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মানিকগঞ্জ ১ আসনে ভোটারের দ্বারেদ্বারে স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদ
প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩