পাবনার চাটমোহরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলা সদরের গৌর সরকার মোড় এলাকায় ওয়াহেদ আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বেলা পুকুর মালিক ওয়াহেদ আলীর স্ত্রী লাশের গন্ধ পায়। পরে পার্শ্ববতী লোকজনকে বলে। পুকুরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৮ বছর। তার পরনে গেঞ্জি, কালো শার্ট ও জিঞ্জের প্যান্ট ছিল।
চাটমোহর থানার ওসি মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।