তোমার এলো চুলের মুগ্ধতায়
আমার মনপ্রাণ হয় উদাসী,
আপনার চেয়ে আপন তুমি
তাই তোমাকেই ভালোবাসি।
সুকেশিনী আমার রাণী হবে?
দেবো বেনিতে বেলি ফুল,
চোখের কাজল, পায়ের নূপুর
দেবো তোমায় সোনার দুল।
রাত্রি নামলে ঘুমাবে যখন
এই না জগৎ বাসি,
আমি চেয়ে রব মায়া মুখে
আর দেখবো তোমার হাসি।
তুমি মিললে মিলবে আমার
সব চাওয়া পাওয়া,
সুখের উল্লাসে গাইবো গান
বইবে দক্ষিন হাওয়া।