শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামালপুর পাচটি আসনে ৩৬ জন এমপি প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

জামালপুরের পাঁচটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬ জন এমপি প্রার্থী। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৬ জন এমপি প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন৷ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ, জাতীয় পার্টির আবু সায়েম, তৃণমূল বিএনপির মোহাম্মদ গোলাম মোস্তফা, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র জিয়াউল হক ও মো: মাহবুবুল হাসান।জামালপুর-২ (ইসলামপুর) আসেন ৭জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, তৃনমূল বিএনপির হোসেন রেজা বাবুল, জাকের পার্টির আব্দুল হালিম মন্ডল, স্বতন্ত্র শাজাহান আলী মন্ডল, শাহীনুজ্জামান শাহীন ও জিয়াউল হক জিয়া।জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসেন ৩জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজম, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপ্টন ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম।জামারপুর-৪ (সরিষাবাড়ি) আসনে মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এসএম রবিউল ইসলাম , তৃনমুল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, বিএনএফ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুলের পুত্র তারিখ মাহদী, স্বতন্ত্র থেকে সাবেক এমপি ডা. মুরাদ হাসান, সানোয়ার হোসেন বাদশা, অধক্ষ্য আব্দুর রশিদ৷জামালপুর-৫ (সদর) আসনে ১১জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জাপা) এর জাকির হোসেন খান, জাতীয় পার্টি (জেপি) এর অ্যাডভোকেট বাবর আলী খান, বাংলাদেশে কংগ্রেস আবু সায়মে মোহাম্মদ সাদাত উল করিম, আব্দুল করিম সরকার, জাকের পার্টির সৈয়দ মনিরুল হক নোবেল, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বতন্ত্র অ্যাডভোকেট সাবিরুজ্জামান, রেজাউল করিম রেজনু, মোহাম্মদ আলী ও জাকির হোসেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।