শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মোঃ মঞ্জুর কাদের বাবু (৫২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।সোমবার (২৭জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলোশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি ভাঙ্গুড়া মততাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন ও পৌর সদরের মন্ডলমোড় এলাকার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ পুত্র সন্তানের জনক। তিনি পূর্বে থেকেই শ্বাসকষ্ট রোগে ভুগিতেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন পূর্বে থেকেই জ্বরে ভুগিতেছিলেন তবে সামান্য জ্বর নিয়েই গত শনিবার শরৎনগর পশুর হাটে কোরবানির পশু ক্রয় করার জন্য প্রচন্ড ভীড়ের মধ্যে অবস্থান করেন। সরাদিন হাটের মধ্যে ঘোরাঘুরি করে কোরবানির পশু ক্রয় শেষে বিকালের দিকে বাড়িতে ফিরে তিনি বেশী অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্যতা বেড়ে গেলে সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে পাবনা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিৎিকসা শেষে বিকালে বাড়িতে ফেরার পথে তিনি আরও বেশী অসুস্থ্য হয়ে পড়েন। এরপর তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়াডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনে মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য বিধি মেনে নৌবাড়িয়া কবর স্থানে তাকে দাফন করা হয়। করোনা ভাইরাসের লক্ষণ থাকায় পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল মঞ্জুর কাদের বাবুর চিকিৎসা থেকে শুরু করে দাফন পর্যন্ত সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন এবং পিপিই সবরাহ করেছেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, তার দেহে করোনার লক্ষণ প্রায় সবগুলোই বিদ্যমান ছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।