মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
অভয়নগর মুক্তিযোদ্ধা কমাণ্ডার’র স ম মোশাররফের মৃত্যুতে অভয়নগর বাসীর মনে আজ গভীর শোকের ছায়া। অভয়নগরের বীর-মুক্তিযোদ্ধা ও নওয়াপাড়া কলেজের প্রথম ভিপি,অভয়নগর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার, বাগেরহাটের ফকিরহাট লকপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান স ম মোশাররফ হোসেন আজ রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন) মৃত্যু কালে তার বয়স ছিল (আনুমানিক) ৮৫ বৎসর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভয়নগরে বিভিন্ন সংগঠন ও সাধারন মানুষ। এসময় তার মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি আলাউদ্দিন বিশ্বাস সাঃ সম্পাদক বাবু ফকির সাংগঠনিক সম্পাদক রাকিব,সাদ্দাম সহ অন্যান্ন সদেস্যরা গভীর শোক প্রকাশ করে। এ খরব লেখা পর্যন্ত তার মৃত দেহ অভয়নগরে এসে পৌছায় নি। জানা যায়, আজ নওয়াপাড়া পীর বাড়ি তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাগের হাটে তাকে সমায়িত করা হবে। এদিকে তার পরিবারের সদস্যরা মৃতের আত্নার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।