শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় মোবাইলে পরকিয়া সন্দেহে খুন হয় মুন্নি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

পাবনার আটঘরিয়ায় মোবাইল ফোনে পরকিয়া সন্দেহে স্বামী লিটনের হাতে খুন হয় মুন্নী খাতুন (২৫)। গত মঙ্গলবার দিনগত রাতে আসামী মোঃ লিটন হোসেনকে (৩০) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলে জবানবন্দি প্রদান করেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ জানাযায়, গত ১০ নভেম্বর রাত ৯টা ৩০ ঘটিকায় উপজেলার একদন্ত বারুইপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ মোল্লার ছেলে লিটন মিয়া  (৩০) স্ত্রী নুরুন্নাহার মুন্নিকে (২৫) নিয়ে চন্ডিপাশা সরকারি আশ্রয়ন প্রকল্পের বসবাস করতো।

তাদের মধ্যে মোবাইল ফোনে কথা বলা ও পরকিয়া সন্দেহ করে ঝগড়া-বিবাদ হয়। এরই একপর্যায়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। ঐদিন রাতে লিটন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে ঘরের দরজা সিটকানি লাগিয়ে পালিয়ে যায় ।

আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, মুন্নী হত্যা মামলার আসামী লিটনকে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জুমাইখিরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল বুধবার আদালতে  সোপর্দ করলে স্বেচ্ছায় ১৪৪ ধারা বন্দি প্রদান করে সত্যতা স্বীকার করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।