সারা দেশের ন্যায় গতকাল বুধবার সলঙ্গায় চলছিল বিএনপির ৬ষ্ঠ দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসুচী। ঢিলেঢালা অবরোধ চললেও যাতায়াতে বেশী দুর্ভোগে ছিল চাকরিজীবিসহ সাধারন যাত্রীরা। কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে বাস শ্রমিকরা।বিগত কয়েক দফার অবরোধের চেয়ে আজকের অবরোধ উপেক্ষা করে ২/৪ টি বাস মহাসড়কে দেখা গেলেও নাশকতার ভয়ে যাত্রী শুন্য বলে জানায় বাসের শ্রমিকরা।তবে মাঠে দেখা মেলেনি অবরোধকারীদের।হাটিকুমরুল রোড গোল চত্বর দিয়ে ট্রাক,পিকআপ,প্রাইভেট কার,কার্গোসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।এই সুযোগে ভুক্তভোগী যাত্রীদের নিয়ে সিএনজি,অটোরিক্সাসহ থ্রি- হুইলার মহাসড়ক দাফিয়ে বেড়াচ্ছিল। অবরোধ চলাকালীন সলঙ্গার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।হাটিকুমরুল রোড গোলচত্বরসহ মহাসড়কের গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশের টহল অব্যাহত ছিল।
শনিবার , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই শাবান, ১৪৪৭ হিজরি
সলঙ্গায় বিএনপির ৬ষ্ঠ দফার ঢিলেঢালা অবরোধ
প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ নভেম্বর, ২০২৩