পাবনার ভাঙ্গুড়ায় এক কৃষকের গোয়াল থেকে মহিষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র একটি পিকাপ ভ্যানে মহিষটি নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার গভির রাতে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চড়-পাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। মহিষ মালিকে হাসনু আহমেদ (৫৫) ওই গ্রামের মৃত যবু প্রামাণিকের ছেলে।
মহিষ মালিক জানায়, প্রতিদিনের মতো বাড়ির উঠানে গোয়াল ঘরে লোহার শিকলে তালা দিয়ে দুটি মহিষ বেধে রাখে। গভীর রাতে গোয়ালে থাকা দুটি মহিষের গলার শিকল কেটে একটি মহিষ ট্রাকে তোলেন চোর চক্রের সদস্যরা। এসময় এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে অস্ত্র দেখিয়ে চক্রের সদস্যরা একটি মহিষ নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, প্রতিদিন গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে সারারাত জেগে পাহারা দেই। গতকাল শরীরটা খারাপ থাকায় রাত ১২টার দিকে ঘুমিয়ে পরি। রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে একটি মহিষ নেই। নিজের শেষ সম্বল বলতে দুইটি মহিষ। তার মধ্যে একটি চুরি হয়ে গেল। মহিষটি বিক্রি করলে প্রায় তিন লক্ষ টাকা হত।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো: রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চুরি যাওয়া মহিষ উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।