বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গার খাজুরায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা শাখা অফিসের আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার খাজুরা বাজারে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ খাজুরা শাখার আয়োজনে নিজ কার্যলায় চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাজুরা শাখার এজিএম ও ইনচার্জ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও মহিষডাঙ্গা উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা আল কামাল এস.ভি.পি রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ মডেল শাখা কার্যালয়ের ডিজিএম ও ইনচার্জ  সাব্বির আহমেদ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিতি ছিলেন, খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, নলডাঙ্গা থানার এ এস আই আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড ইউঃপিঃ সদস্য রইচ উদ্দিন, ইউঃপিঃ সদস্য সাইদুল ইসলাম ও ৩০০ জন সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে সন্ধানী লাইফ ইনসুরেন্সে কোম্পানি লিমিটেড খাজুরা শাখার সদস্যদের মাঝে পুরুষ্কার বিতরণ ও ৬২ জন সদস্যকে ২২ লক্ষ টাকা চেক বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।