পাবনার আটঘরিয়ায় জালালের ঢাল নামক স্থানে আব্দুর রহিম সরকারের বাড়ির আঙিনা থেকে একটি হোন্ডা- শাহিন-হ-১৪-৪০১৯ চুরি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৭নভেম্বর রাত ৯টার দিকে।
জানা গেছে অডিটর হাসান ইমাম বুলবুল তার শ্বশুর (আব্দুর রহিম,) এর বাড়ির আঙিনায় রেখে বাড়ির ভেতর যায়।
বাইরে এসে দেখতে পায় হোন্ডা চুরি হয়ে গেছে। এবিষয়ে আটঘরিয়া থানায় অবহিত করা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য হাদান ইমাম বুলবুল ভাঙ্গুড়া উপজেলায় অডিটর হিসেবে কর্মরত রয়েছেন।