আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে দিবারাত্রি গণসংযোগ করে চলেছেন সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়ন প্রত্যাশী মুক্তি মির্জা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আপনারা অতীতের মতো আগামী জানুয়ারীর ৭ তারিখের নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। তবেই দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন।’
তিনি ইতিমধ্যেই উল্লাপাড়া-সলঙ্গা এলাকার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে ঘুরে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ কালে এ আহবান জানান। তিনি বিভিন্ন গ্রাম এলাকায় উঠান বৈঠক করে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চান।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুক্তি,প্রয়াত এমপি আব্দুল লতিফ মির্জার সুযোগ্য মেয়ে মুক্তি মির্জা তার বক্তব্যে আরও বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে শান্তিতে ও স্বস্তিতে থাকে। দেশ এগিয়ে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ।’
তিনি বিগত সময়ে দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ভোটারদের কাছে নৌকায় ভোট দিতে বলেন।
তিনি ভোটারদের আরও বলেন,আওয়ামী লীগের একজন বলিষ্ঠ,ত্যাগী নেতা ছিলেন আমার বাবা মরহুম আব্দুল লতিফ মির্জা। আমি তারই মেয়ে।জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আর আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে আমি জনগণের সেবক হতে চাই। সকল সামাজিক সমস্যা দূরীকরণে সর্বদা জনগণের পাশে থাকতে চাই। আমি স্থান করে নিতে চাই আপনাদের হৃদয়ে, কথার মাধ্যমে নয়,আমার কাজের মাধ্যমে। এলাকার জণগণের সেবা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।’
ইতিমধ্যেই ভোটাররা বলেন, উল্লাপাড়া-সলঙ্গা একটি সর্ববৃহৎ এলাকা। এই জনপদের গরিব-অসহায়,দু:স্থ মানুষের ভাগ্যোন্নয়নে প্রয়াত এমপি আব্দুল লতিফ মির্জা আজীবন পরিশ্রম করে গেছেন। লতিফ মির্জা পরিবারের সাথে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের রয়েছে আত্মার সম্পর্ক। তার মৃত্যুতে উল্লাপাড়া-সলঙ্গার মানুষ সঠিক নেতৃত্বশূন্যতায় ভুগছে।তাই এবার তারই সুযোগ্য মেয়ে মুক্তি মির্জার ওপর ভরসা করতে চাইছে। ভোটাররা আরও জানান,মাটি মানুষের নেতা ছিলেন মরহুম লতিফ মির্জা। মির্জা যেভাবে উল্লাপাড়ার মানুষের সেবা করে গেছেন,তার প্রতিচ্ছবি আমরা লতিফ মির্জা ভাইয়ের কন্যা মুক্তি মির্জার মাঝে পেয়েছি। মরহুম পিতার স্মৃতি ধরে রাখতেই তিনি দিবারাত্রি নৌকার ভোট প্রার্থনা করে যাচ্ছেন।