মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আল আমিন বাঁচতে চায়

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

যশোরের বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বাসিন্দা গরীব এবং অসহায় আল আমিন(২৭) দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে চিকিৎসার খরচ জোগাতে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে চলেছেন। বর্তমানে তার শরীরে বেশ কয়েকটি মারাত্মক রোগের লক্ষণ দেখা দিয়েছে,চিকিৎসার খরচ যোগাতে তার পক্ষে সম্ভব হচ্ছে না।

শুক্রবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় বাঁচার আকুতি জানিয়ে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” কার্যালয়ে তিনি আবেদন জানিয়েছেন, গত ৭/৮ বছর আগে বেনাপোল বাজারস্থ “নুর শপিং কমপ্লেক্স” এ প্রবেশকালে সিড়ি দিয়ে উপরে উঠতেই তিনি পা ফসকে মেঝেতে পড়ে যান। এতে করে তার ডান পা ভেঙ্গে যায়। ভাঙ্গা পা চিকিৎসার জন্য তিনি হাসপাতাল/ক্লিনিক এ গিয়ে অস্ত্রপচার করান,চিকিৎসকরা তার ভাঙ্গা পায়ে লোহার রড সংযুক্ত করে দেন।

বর্তমানে কোনপ্রকারে হাটাচলা করতে পারলেও রোগ থেকে তিনি সুস্থ হতে পারেননি। বর্তমানে পায়ে তার পচন ধরেছে এবং বেশ কয়েকটি দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত হয়ে পড়েছেন। যেমন-ডায়াবেটিকস,পিত্ত থলিতে ইনফেকশন,রক্তে ইনফেকশন,জন্ডিস,পায়ু পথে তৈল নিঃসরন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

আল আমিন সুস্থ থাকাকালীন বেনাপোল বাজারে একটি সু-স্টোরে কাজ করতো,এতে করে সংসারে বৃদ্ধ মা,স্ত্রী এবং দুই বছরের শিশু কণ্যাকে নিয়ে ভালই দিন কাটছিল তার। ভবারবেড় পশ্চিম পাড়া বরাবর রেল লাইন বস্তিতে তার বসবাস,নিজস্ব জায়গা বলতে তার কিছুই নেই। চিকিৎসার সুযোগ পেলে তিনি আবারও সংসারের হালটা ধরতে পারবেন। একমাত্র উপার্জন কারী আল আমিন অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সকলকে অনাহারে দিন কাটাতে হচ্ছে।

অর্থ দিয়ে কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দেবেন,এমন কোন দেশের কিংবা প্রবাশের স্বহৃদয়   ভাই,বোন,বন্ধুরা সাহায্য করতে চাইলে তার বিকাশ নাম্বারে আর্থিক সাহায্য পাঠাতে পারেন। আল আমিনের বিকাশ নাম্বার নিচে দেওয়া হলো-
গ্রামীন ফোন নাম্বার-০১৭৭০২৩৫৮৩৩(০১৭৭০২৩৫৮৩৩)

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।