রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় নিহত ভাঙ্গুড়ার মনিরুলের মরদেহ দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত প্রবাসী মনিরুল ইসলাম মিলনের (৩১) মরদেহ দাফন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় তার নিজ বাড়ি উপজেলার ঝবঝবিয়া গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ১৩ দিন পর মালয়েশিয়া থেকে বিমানযোগে আনা মনিরুলের মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুঝে নেন তার স্বজনরা। নিহত প্রবাসী মনিরুল ওই গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য বদলের আশায় গত ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মনিরুল। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। গত(২ নভেম্বর) দেশটির মাচাং এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন মনিরুলসহ কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ মাটি চাপা পড়ে নিহত হয় মনিরুলসহ তিন বাংলাদেশি। মনিরুলের স্ত্রী ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮ টায় মনিরুলের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষবারের মতো মনিরুলের মরদেহ দেখতে তার আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশিসহ শত শত মানুষ ভিড় করেন বাড়িটিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, খবর পেয়ে তিনি প্রবাসী মনিরুলের বাড়িতে ছুটে যান। সেখানে শোকাহত পরিবারটির খোঁজ খবর নেন এবং জানাযায় অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।