জামালপুর মেলান্দহ উপজেলায় রাতে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠায়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকায় ডাকাতির প্রস্তুতির পূর্বে সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামাদী সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, রোরবার মধ্যরাতে পাহাড়ীপোটল নামক এলাকায় কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছু,রি, তালা খোলার রড পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, বলেন ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরির ছিনতাইয়ের,মামলা রয়েছে।